শুক্রবার, ৬ই জুলাই, ২০১৮ ইং ২২শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ছাত্রদের প্রতি নিষ্ঠুরতা কাম্য নয় : যুক্তফ্রন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার ছাত্রদের উপর হামলার নিন্দা করে যুক্তফ্রন্ট নেতারা বলেছেন, সব ছাত্রই আমাদের সন্তান, সুতরাং তাদের প্রতি নিষ্ঠুরতা আমাদের কাম্য নয়। রোববার দেওয়া এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এ কথা বলেন।

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

বিবৃতিতে নেতারা বলেন, শনিবারের ঘটনার কথা জেনে আমরা দেশের ভবিষ্যৎ সম্পর্কে শংকিত না হয়ে পারি না। তারা বলেন, ক্ষমতার দর্পে অথবা অহংকারে যারা এ ধরণের কাজ করে তারা ভুলে যায় যে, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

প্রথম ভারতীয় হিসেবে প্রিয়াঙ্কার রেকর্ড

সরকারকে তার সাংবিধানিক দায়দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছি : আসিফ নজরুল

কোটা সংস্কার আন্দোলন, যৌক্তিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার আহবান বিএনপির

কোটা সংস্কার আন্দোলন: ১৬টি বিকাশ ও ৫টি রকেট অ্যাকাউন্ট থেকে টাকা আসছে

৪৩ শিক্ষকের এমপিও প্রদানে হাইকোর্টের রায়

বিএনপির ‘অস্পষ্ট’ ভবিষ্যৎ