মঙ্গলবার, ৩১শে জুলাই, ২০১৮ ইং ১৬ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

সিলেটে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার রাতে যুবলীগ নেতা ফারুক আহমদ বাদী হয়ে ৬০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনের বিরুদ্ধে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় এ মামলা করেন।

এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামিদের গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে নগরের চৌখিদেখি এলাকায় বদর উদ্দিন আহমদের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন কামরান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা। তবে এ হামলায় কেউ হতাহত হননি।

এ জাতীয় আরও খবর

সিলেট জিততে আরিফের দরকার ৯০ ভোট

সিলেটে ফল ঘোষণা স্থগিত চায় আ.লীগ

বরিশালে নৌকার বিশাল জয়

নৌমন্ত্রীকে ডেকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ভোট গণনাকালে সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু

রাজশাহীর নতুন নগরপিতা লিটন