বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

বিমান থেকে ঝাঁকে ঝাঁকে মাছ পড়ল লেকে!

লেক থেকে মাছ ধরে বিমানে করে অভ্যন্তরীন বাজার পাঠানো বা বিদেশে রপ্তানির ঘটনা স্বাভাবিক। কিন্তু বিমানে করে মাছ এনে লেকে ফেলার ঘটনা কি আর সচরাচর ঘটে? নিচের ভিডিওতে দেখতে পাচ্ছেন অদ্ভুত এই ঘটনা। বিমান থেকে হাজার হাজার জ্যান্ত মাছ ফেলা হচ্ছে লেকটিতে। আমেরিকার পশ্চিমের ইউতাহ অঙ্গরাজ্যের একটি লেকে এভাবেই মাছ ফেলা হয়।

আয়োজনদের ভাষ্য হলো, এই উপায়ে জলাশয়ে মাছের সরবরাহ বেশ নিরাপদ। ৯৫ শতাংশ মাছই জীবিত থাকে। ইউতাহর বোল্ডার মাউন্টেন অঞ্চলের এই লেকে ট্রাউট মাছ ফেলা হয়েছে। ছোট আকারে মাছগুলোর আকাশ থেকে জলে পড়তে তেমন সমস্যা হয় না। কন্টেইনার বা অন্য কোনো উপায়ে আনাটাই বেশি ঝামেলার। এতে অনেক মাছ মরেও যায়। আসলেই ৯৫ শতাংশ মাছ পানিতে পড়ার পর দিব্যি বেঁচে ছিল।

এ জাতীয় আরও খবর

বিয়ের রাতেই বউ লাপাত্তা!

পপির নতুন অভিজ্ঞতা

বিয়ের আগে প্রাক্তন প্রেমিকদের সঙ্গে দীপিকার সম্পর্ক ফাঁস!

দুই বোতল পানি দিয়ে সাড়ে ৮ লাখ টাকা টিপস!

হিমালয়ান ‘ভায়াগ্রা’ নিয়ে চীন-নেপাল মারামারি! দাম সোনার তিনগুণ!

এবার রব-কামালের সঙ্গে তসলিমার ফটোশপ করা ছবি!

সৌদি যুবরাজের আছে ভয়ঙ্কর খুনি বাহিনী ‘টাইগার স্কোয়াড’!

ক্রিকেট ওভাবে হয় না, মাশরাফির এক জবাব

এই হাতঘড়ির দাম ৪ কোটি ২৬ লাখ টাকা!