সোমবার, ৩রা সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৯শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

সাউদাম্পটনে বোলারদের দাপট

স্পোর্টস ডেস্ক: সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনেও বোলারদের দাপট অব্যাহত রয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছে ভারতীয় বোলারদের তোপের মুখে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে তৃতীয় দিন চা বিরতির আগ পর্যন্ত ১৪২ রানের লিড নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৬৯ রান। ভারত প্রথম ইনিংসে লিড নেয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩ রানে দুই ‍উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর তৃতীয় উইকেটে ওপেনার জেনিংসের সাথে অধিনায়ক জো রুটের ৫৯ রানের জুটিতে কিছুটা লড়াইয়ে ফেলে দলটি। কিন্তু দলীয় একশো রানের আগে পরে আরো দুটি উইকেট হারায় ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৬৯ রান।

এই টেস্টে শুরু থেকেই চলছে বোলাদের দাপট। কোন দলই বড় স্কোর গড়তে পারেনি। সে হিসেবে বলা যায় ইংল্যান্ড দুইশো বা তার কিছু বেশি লিড নিতে পারলে সুবিধাজনক অবস্থা থাকবে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। এটি চতুর্থ টেস্ট, জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে ইংলিশদের।