সোমবার, ৩রা সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৯শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

এই একটি কারণেই বেঁচে গেলেন নাসির

ইনজুরি অনেকের জন্য অভিশাপ হলেও জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন বলতে পারেন, এটা তার জন্য মঙ্গল। কারণ আজ বড় ধরণে শাস্তি থেকে বেঁচে গেলেন এক মাত্র ইনজুরির কারণে।

দীর্ঘ দিন ধরে চাউর হচ্ছে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন নাসির-সাব্বির। তবে সম্প্রতি এই কাতারে যোগ দিয়েছেন তুরণ মোসাদ্দেকও। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, জাতীয় দলের তিন ক্রিকেটার সাব্বির রহমান, নাসির হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে শনিবার ডিসিপ্লিন কমিটি বৈঠকের জন্য ডেকেছে।

কিন্তু শৃঙ্খলাভঙ্গের দায়ে শনিবার শুনানির জন্য বিসিবি ডিসিপ্লিনারি কমিটি তলব করে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনকে। শুনানির পর মোসাদ্দেককে সতর্ক ও সাব্বিরকে ছয় মাস নিষিদ্ধের সুপারিশ করে কমিটি।

সংবাদ সম্মেলনে এসে বিপিএলের গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এসব তথ্য জআনয়েছেন। সেখানে নাসিরের ব্যাপারেও কথা বলেন তিনি।

‘নাসিরের কোন হেয়ারিং ছিলনা আমাদের সাথে। পরে তাকে ডাকা হতে পারে, ইনজুরির কারণে সে ক্রিকেটের বাইরে আছে। যেকোন শাস্তি দিতে হলে সেটা দু ধরনের হতে পারে।

একটা হল আর্থিক নাহলে ক্রিকেট থেকে নিষিদ্ধ। কিন্তু সে ইনজুরিতে আছে তাই এখন তাকে ডাকা হয়নি, ভবিষ্যতে ডাকা হতে পারে।’

চলতি বছরের এপ্রিলে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান নাসির। পরে পরীক্ষা করে জানা যায়, তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। এজন্য অস্ত্রোপচার করাতে হয় তাকে।

তাই এখন মাঠের বাইরে আছেন তিনি। মাঠে ফিরতে এই অলরাউন্ডারের সময় লাগবে আরও ছয় মাস। তবে সম্প্রতি তাকে নিয়ে এক মেয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেকারণে তাকে নিয়েও চিন্তায় পড়েছে ক্রিকেট বোর্ড।