বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বোতলের বৃষ্টি!

স্পোর্টস ডেস্ক: চলতি সাফ চ্যাম্পিয়নশিপে শুরু থেকেই দাপটের সাথে খেলতে থাকে স্বাগতিক বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে টানা জয়ের পর নিজেদে তৃতীয় ম্যাচে আজ নেপালের কাছে ২-০ গোলে হারলো মামুনুলরা।

শুরু থেকে নেপালকে চাপে রাখে জামালরা। একের পর এক আক্রমন করে থাকে। কিন্তু পরিচিত সেই ব্যর্থতা। জালে বল জড়ানোর মত কেউ নেই লাল সবুজের জার্সিধারীদের।

উলটো প্রথমার্ধের খেলার ৩৩ মিনিটের মাথায় গোলরক্ষক শহিদুলের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। ১গোল খাওয়ার পরেও হুস হয় না মামুনুলদের ব্যর্থ শর্ট আর ভুল ভাল পাসে খেলতে থাকে। এই ভাবে শেষ হয় জামালদের প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়আর্ধের শুরুয়ে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। একের পর এক আক্রমন করতে থাকে।
খেলায় তখন টান টান উত্তেজনা গ্যালারিতে হাজার হাজার দর্শকদের একটি গোলের জন্য হৈ চৈ এমন সময় রেফারি বাংলাদেশের বিপক্ষে একটি ভুল সিন্ধান্ত দেন তাতে ক্ষেপে যায় গ্যালারিতে বসে থাকা দর্শকরা। ক্ষুদ্ধ হয়ে রেফারির দিকে বোতল ছূড়ে মারতে থাকে।

এ জাতীয় আরও খবর

টাইগারদের চোখ সিরিজে

রাব্বীর আরেকটি সুযোগ পাওয়া উচিত : মাশরাফি

শ্রীলঙ্কার অর্ধেক রানও করতে পারল না ইংল্যান্ড

ক্রিকেট ওভাবে হয় না, মাশরাফির এক জবাব

সাকিবও জানেন না কবে ফিরবেন

বাংলাদেশেই বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে : ব্রেন্ডন টেইলর

আগে সিরিজ নিশ্চিত, এরপর দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা!

ইনজুরি নিয়েই খেলছেন মাশরাফি

মোস্তাফিজকে ঘিরে অনিশ্চয়তা