বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

৬৯৬ দিন পর ভারতের অধিনায়ক ধোনি

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নেতৃত্ব ছেড়েছেন প্রায় দুই বছর হতে চলল। ৬৯৬ দিন পর আবারও ভারতের অধিনায়ক হিসেবে টস করতে নামলেন মহেন্দ্র সিং ধোনি, আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে দলের নেতৃত্বের গুরুদায়িত্ব পড়েছে ক্যাপ্টেন কুলের কাঁধে।

নিয়মিত অধিনায়ক কোহলি বিশ্রামে থাকায় এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে তিনিও বিশ্রামে। তার অনুপস্থিতিতে পুরোনো সেনানী ধোনিকেই বেছে নিয়েছে ভারত।

আফগানিস্তানের বিপক্ষে টস করতে নেমে অবশ্য মনের আরেকটি আশা পূরণ হয়ে গেছে ধোনির। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে দলকে ২০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি। কপাল ভালো না হলে হয়তো সেই আশাটা কোনোদিনই পূরণ হতো না ক্যাপ্টেন কুলের।

টস করার সময় ধোনি নিজেও বলছিলেন ভাগ্যের এই কথাটা। দল নিয়ে কথা বলার এক পর্যায়ে ভারতের সফলতম অধিনায়ক বলেন, ‘২০০তম ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছি। এটা আসলে আমার নিয়তি ছিল।’

এ জাতীয় আরও খবর

‘যারা পাকিস্তানের নাম শুনেই হেরে যেত, তারাই এখন স্পর্ধা দেখাচ্ছে’

প্রধানমন্ত্রী ফোন দিয়ে যা বললেন মাশরাফিকে

যে কথাতে সাকিব-তামিমের অভাব ভুলে উজ্জীবিত বাংলাদেশ

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত

ওয়ানডে ক্রিকেটের পাঁচটি স্মরণীয় ৯৯

পাকিস্তান মাশরাফির যে ১০ কৌশলে ধরাশায়ী হয়েছে

রহস্য ভেদ করলেন মুশফিক চাপের মাঝেও ভালো ব্যাটিংয়ের

‘মাশরাফি ভাই বলেন হয় মারো, না হয় মরো’

রিয়ালকে উড়িয়ে দিয়েছে সেভিয়া