মঙ্গলবার, ৯ই অক্টোবর, ২০১৮ ইং ২৪শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড হোটেল: ১৮ তলা হোটেলের ১৬ তলাই মাটির নিচে

ডেস্ক রিপোর্ট।। সাংহাই হচ্ছে চীনের বাণিজ্যিক রাজধানী। আধুনিকতা ও ইতিহাসের এক অসাধারণ মিলন ঘটেছে এ শহরে। এ শহরেই গড়ে উঠেছে একটি আন্ডারগ্রাউন্ড হোটেল। যা বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড হোটেল হিসেবে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

হোটেলটির নাম ‘তিয়ানমা পিট হোটেল’। আন্তর্জাতিক স্তরে এর পরিচিতি ‘ইন্টার কন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড হোটেল’। মোট ১৮ তলার এই হোটেলের ১৬টি তলাই রয়েছে মাটির নিচে। অক্টোবর মাসেই উদ্বোধন করা হবে হোটেলটি।

জানা যায়, সাংহাই থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে জনবসতিহীন শেংকেং কোয়্যারি অঞ্চলে তৈরি হয়েছে হোটেলটি। এটি নির্মাণ করতে প্রায় ১০ বছর সময় লেগেছে। যা নির্মাণে প্রায় ৫ হাজার স্থপতি কাজ করেছেন। ‘বিস্ময়কর’ এই হোটেলের মাঝখানে একটি কৃত্রিম জলপ্রপাত তৈরি করা হয়েছে। যার পানি সোজা গিয়ে মেশে সেখানকার পুলের সঙ্গে।

এমনকি হোটেলের নিচের দুটি তলা নির্মাণ করা হয়েছে পানির নিচে। ঘরগুলো থেকে বাইরে তাকালে মনে হয়, এটি একটি বিশাল অ্যাকোরিয়াম। শুধু তাই নয়, এ হোটেলে ব্যবহৃত ইলেক্ট্রিসিটি তৈরি করা হয়েছে সোলার ও জিওথার্মাল পাওয়ার থেকে।

চীনে ঘুরতে গেলে দেখে আসতে পারেন হোটেলটি। হোটেলে অবস্থান করতে চাইলে বুকিং দিতে হবে অনেক আগেই। সে ক্ষেত্রে অবশ্যই পকেটের কথা চিন্তা করতে হবে। কারণ এমন হোটেলে থাকা অতোটা সহজলভ্য নয়।