বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

মৃত্যুর আগে সৃষ্টিকর্তা সম্পর্কে যা বলে গেছেন হকিং

আন্তর্জাতিক ডেস্ক : বরেণ্য পদার্থবিদ স্টিফেন হকিং বেঁচে থাকাকালীন যেসব প্রশ্নের মুখোমুখি হয়েছেন সেগুলোর উত্তর নিয়ে ‘অ্যানসারস টু দ্য বিগ কোয়েশ্চনস’ নামে একটি বই প্রকাশ করে তার পরিবার। ওই বইয়ে সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্টিফেন হকিং।

মঙ্গলবার ওই বইটি প্রকাশিত হয়। এ বইয়ের সমাপ্তি টানা হয় সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করার মধ্য দিয়ে।
বইয়ে সৃষ্টিকর্তা সম্পর্কে স্টিফেন হকিং বলেন, ‘সৃষ্টিকর্তা বলে কেই নেই। কেউ বিশ্বকে নিয়ন্ত্রণ করে না। শতাব্দীর পর শতাব্দী ধরে একটা জিনিস বিশ্বাস করে আসা হচ্ছে যে, আমার মতো প্রতিবন্ধী ব্যক্তিরা সৃষ্টিকর্তার অভিশাপের শিকার। কিন্তু সবকিছুকেই অন্য দৃষ্টিকোণ থেকে প্রকৃতির নিয়মানুযায়ী ব্যাখ্যা করা যায়।’

সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করা হলেও এই বইয়ে এলিয়েনদের অস্বিত্ব স্বীকার করে নেয়া হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কাছে মানুষ হেরে যাবে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে এতে।

প্রসঙ্গত, স্টিফেন হকিংকে তার যুগের সবচেয়ে সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। তিনি লউ গেহরিগ নামক মোটর নিউরন রোগে ভুগছিলেন। চলতি বছরের মার্চে ৭৬ বছর বয়সে মারা যান হকিং।

এ জাতীয় আরও খবর

পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার দেবে সৌদি আরব

পুত্রসন্তানের জন্ম দিতে গৃহবধূ গেলেন তান্ত্রিকের কাছে, অতপর…

কলকাতায় রেলস্টেশনে ওভারব্রিজ দূর্ঘটনায় নিহত ২, আহত ১৭

বোরকা নিষিদ্ধে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে: ফ্রান্সকে জাতিসংঘ

৮৪ লাখ ইয়েমেনির জন্য জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন: জাতিসংঘ

হিমালয়ান ‘ভায়াগ্রা’ নিয়ে চীন-নেপাল মারামারি! দাম সোনার তিনগুণ!

মাসুদা ভাট্টি যে এত শক্তিধর জানতাম না : তসলিমা

সৌদি যুবরাজের আছে ভয়ঙ্কর খুনি বাহিনী ‘টাইগার স্কোয়াড’!

খাসোগির লাশের অংশবিশেষ উদ্ধারের দাবি!