বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

জাতীয় দলের বাহিরে যে খেলোয়াড়কে নিয়ে আলাদাভাবে ভাবছেন নির্বাচক

প্রথম শ্রেনীর ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুয়েছেন তুষার ইমরান। গত লীগে ১১টি সেঞ্চুরি করেছিলেন তিনি।

এই ব্যাপারে নান্নু বলেন ,’ “তুষার ইমরান পারফর্ম করছে, তাঁর সাথে সাথে অনেক গুলো ডাবল সেঞ্চুরিও হচ্ছে। আমাদের সবকিছু মাথায় আছে। আগে ওয়ানডে শেষ হোক, প্রথম ওয়ানডে শেষ না হওয়ার আগে টেস্ট স্কোয়াড নিয়ে আমরা চিন্তা করছি না। মাথায় আছে, দেখা যাক, সময় মত জানতে পারবেন।”

নান্নু আরো বলেন ,’ “আমাদের এনসিএলে প্রথম রাউন্ড থেকে তৃতীয় রাউন্ড পর্যন্ত কয়টা সেঞ্চুরি হয়েছে ও কয়টা ডাবল সেঞ্চুরি হয়েছে। ষ্ট্যাণ্ডার্ড অব ক্রিকেটের দিকে ও ষ্ট্যাণ্ডার্ড অব উইকেটের দিকেও আপনাদের দেখতে হবে। প্লেয়াররা প্রথম ইনিংস কত রান করছে ও দ্বিতীয় ইনিংসে কত রান করছে। অনেক কিছু চিন্তা করেই কিন্তু টিম সাজাতে হয়।”

এ জাতীয় আরও খবর

টাইগারদের চোখ সিরিজে

রাব্বীর আরেকটি সুযোগ পাওয়া উচিত : মাশরাফি

শ্রীলঙ্কার অর্ধেক রানও করতে পারল না ইংল্যান্ড

ক্রিকেট ওভাবে হয় না, মাশরাফির এক জবাব

সাকিবও জানেন না কবে ফিরবেন

বাংলাদেশেই বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে : ব্রেন্ডন টেইলর

আগে সিরিজ নিশ্চিত, এরপর দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা!

ইনজুরি নিয়েই খেলছেন মাশরাফি

মোস্তাফিজকে ঘিরে অনিশ্চয়তা