বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

ইউনিয়ন চেয়ারম্যানের গাড়িতে মিলল ইয়াবার চালান

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়ার ব্যক্তিগত গাড়িতে প্রায় ১৪ হাজার ইয়াবার একটি চালান পাওয়া গেছে। এ সময় চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িচালকসহ দুজনকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই ইয়াবার চালান জব্দ করা হয়।

র‌্যাব ৭ এর সিপিসি-২ কক্সবাজার ক্যাম্পের মেজর মেহেদী হাসান স্বাক্ষরিত ইমেইলে পাঠানো একটি বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নির্মাণাধীন শুকনারছড়ি সাকিনস্থ হ্যাচারির সামনে সাদা রংয়ের টয়েটা জিপ গাড়িতে (রেজি নং-ঢাকা মেট্রো-ক-০২-০৫৬৪) তল্লাশী চালায় র‌্যাব। গাড়িটি থেকে ১৩ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় দুজনকে।

বার্তায় আরও জানানো হয়, আটক দুজনকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।

টেকনাফ থেকে একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা মেট্রো-ক-০২-০৫৬৪ নম্বরের টয়োটা জিপটি টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলমের ছেলে টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়ার ব্যক্তিগত গাড়ি। আর আটক রহমত উল্লাহ শাহজাহান মিয়ার ব্যক্তিগত গাড়িচালক হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ইয়াবার গডফাদারের তালিকায় জাফর আলম ও তার ছেলে শাহজাহান মিয়ার নাম রয়েছে।

এ জাতীয় আরও খবর