বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

গেম খেলে মরছে মানুষ, জীবন রক্ষায় সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক :বসনিয়ায় ‘পোকম্যান গো’ ভিডিও গেমটি খুবই জনপ্রিয়। এই গেমে মনোনিবেশ করলে অনেকেরই হুঁশ থাকে না। যে কারণে খেলোয়াড়দেরকে মাইনফিল্ডে খেলতে না যেতে সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ। ১৯৯০ সালের যুদ্ধের সময় দেশটির বেশ কিছু স্থানে পুঁতে রাখা ল্যান্ড মাইন এখনো রয়ে গেছে।

 

2016_07_20_15_57_49_2N7N5659V6Lm8hvZN2xnysJjsjwrId_original

বিশ্বব্যাপী জনপ্রিয় এই পোকম্যান গেম খেলতে গিয়ে অনেকেই ঝুঁকির মুখে পড়েছেন, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। গেমে খেলোয়াড়রা তাদের স্মার্টফোন ব্যবহার করে বাস্তবে কার্টুন দানব খুঁজে বেড়ায়।

অনেক পোকম্যান খেলোয়াড় ঐ মাইনফিল্ডগুলোতে গিয়ে গেম খেলছেন এরকম অভিযোগ শোনার পর বসনিয়ার মাইন অপসরণকারী একটি দাতব্য সংস্থা পোসাভিনা বেজ মিনা এই সতর্কতা জারি করে।

খেলোয়াড়রা স্মার্টফোনে এই গেম খেলে, মনের ভুলে তারা যদি মাইনে পা দিয়ে ফেলে তাহলেই মৃত্যু। ১৯৯৫ সালে বসনিয়ার যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬০০ মানুষ প্রাণ দিয়েছে ল্যান্ডমাইন দুর্ঘটনায়।

বসনিয়ার এই মাইন অপসারণকারী দলটি জানিয়েছে, এখনো পর্যন্ত যুদ্ধের সময়কার প্রায় ১ লাখ ২০ হাজার খুঁজে পাওয়া যায় নি, মৃত্যু নিয়ে ওঁতপেতে রয়েছে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে।