বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

আশুগঞ্জে পেট্রোল পাম্পের ধ্বংসস্তুপে মিলল আরও ২ মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন সায়েরা ফিলিং স্টেশনের ছাদের ধ্বংসস্তুপ থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গেছে।

২৮ আগস্ট সোমবার এ মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ইকবাল হোসেন।
নিহতরা হলেন- উপজেলার যাত্রাপুর গ্রামের নাজমুল (১৮) ও সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের মিজান (৩৫)।

এর আগে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির জানান, সোমবার বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সায়েরা ফিলিং স্টেশনের নির্মানাধীন ভবনের ছাদের বিভিন্ন অংশ ধসে শ্রমিকদের উপর পড়ে।

এতে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। তারা হলেন- আশুগঞ্জের যাত্রাপুর গ্রামের দুলাল মিয়া (৫০) এবং সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবু তায়েব (৪০)।

পরে ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান এএসপি মো. ইকবাল হোসেন। নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন

ঐতিহ্যের সুন্দর ব্রাহ্মণবাড়িয়ার জন্য সকলকে ভ’মিকা রাখতে হবে : ডাঃ মোঃ আবু সাঈদ

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মান প্রকল্পের কাজ পরিদর্শনে ভারতের বিশেষ প্রতিনিধি দল 

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও গুলিসহ আটক ২

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায়  গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্ট দেয়ায় নাসিরনগরে মাধ্যমিক শিক্ষকদের আনন্দ শোভাযাত্রা

আশুগঞ্জে তারুয়া ইউপি নতুন ভবন নির্মাণ কাজের উদ্ধোধন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মনোনয়ন ফরম কিনলেন বিএম ফরহাদ হোসেন সংগ্রামসহ ৭ জন