সোমবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ৭ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

পোড়াদহ মেলায় দৃষ্টিনন্দন ১০ কেজি ওজনের ‘মাছ মিষ্টি’

বগুড়া প্রতিনিধি : পোড়াদহ মেলায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে ১০ কেজি ওজনের ‘মাছ মিষ্টি’। মাছ আকৃতির এই মিষ্টি তৈরি করেছেন ব্যবসায়ী আবদুল লতিফ। মহিষাবান এলাকার ব্যবসায়ী লতিফের দোকানে এ মিষ্টির দাম হাঁকানো হয় চার হাজার টাকা।

এছাড়া এক কেজি, দুই কেজি, তিন কেজি, চার কেজি ওজনের মিষ্টিও মেলায় পাওয়া গেছে ভিন্ন ভিন্ন নামে। এ দোকানে অন্তত ২০০ মণ মিষ্টি বিক্রি হয়েছে।

মেলায় মাছ ও মিষ্টি ছাড়াও ফর্নিচার, বড়ই, পান-সুপারি, তৈজসপত্র, খেলনা ছিল। এছাড়া শিশুদের জন্য নাগরদোলা, চরকি, সার্কাসসহ অন্যান্য খেলার আয়োজন ছিল। বৃহস্পতিবার এখানে শুধু নারীদের জন্য বড় মেলা অনুষ্ঠিত হবে।

গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানান, পোড়াদহ মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিল। মেলায় কোনো প্রকার জুয়া বা অশ্লীল নাচ-গানের আয়োজন করতে দেয়া হয়নি। এছাড়া দিনব্যাপী মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Print Friendly, PDF & Email