বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

নাসিরনগর সরকারি বালিকা বিদ্যালয় এখন পরীক্ষা কেন্দ্র ॥ দু‘টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত

আকতার হোসেন ভূঁইয়া, নাসিরনগর  : নাসিরনগর একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি পরীক্ষা কেন্দ্রে হওয়ায় এ বিদ্যালয়সহ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখা দারুনভাবে বিঘ্নিত হচ্ছে। উপজেলা সদরে অবস্থিত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষা, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপন করায় ওই সময় বিদ্যালয় দুইটি বন্ধ থাকায় দুই বিদ্যালয়ের প্রায় আটশতাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবনে বির্পযয় নেমে আসে। অভিভাবকরা এ দু‘বিদ্যালয় থেকে কেন্দ্র স্থানান্তর করে অন্যত্র স্থাপনের দাবী জানিয়েছে। শিক্ষা র্বোডের নিয়ম অনুয়ায়ী পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না ।

এ কারণে কর্তৃপক্ষ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র হিসাবে নির্বাচন করে। এ দুই বিদ্যালয়ে ১লা ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২৪ ফের্রুয়ারি শেষ হয়। ওই সময় ২৪ দিন বিদ্যালয়টি বন্ধ থাকে। আবার আগামীকাল রবিবার(১ এপ্রিল)থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা(ভারপ্রাপ্ত) উম্মে সালমা জানান,এ বিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র নির্বাচিত করায় স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। তবে শিক্ষা বোর্ডের নির্দেশ অনুযায়ীই এ বিদ্যালয়ে এসব পরীক্ষা হচ্ছে।

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার জানান,এ বিদ্যালযে একদিকে শিক্ষক সংকট অন্যদিকে পরীক্ষা কেন্দ্র স্থাপন করায় শিক্ষার্থীদের পড়াশোনায় চরম ক্ষতি হচ্ছে। অন্যদিকে সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সালেম জানান,পরীক্ষা চলাকালীন বিদ্যালয়টি প্রায়ই বন্ধ রাখতে হয়।এতে স্বাভাবিকভাবেই কৌমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যঘাত সৃষ্টি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন

ঐতিহ্যের সুন্দর ব্রাহ্মণবাড়িয়ার জন্য সকলকে ভ’মিকা রাখতে হবে : ডাঃ মোঃ আবু সাঈদ

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মান প্রকল্পের কাজ পরিদর্শনে ভারতের বিশেষ প্রতিনিধি দল 

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও গুলিসহ আটক ২

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায়  গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্ট দেয়ায় নাসিরনগরে মাধ্যমিক শিক্ষকদের আনন্দ শোভাযাত্রা

আশুগঞ্জে তারুয়া ইউপি নতুন ভবন নির্মাণ কাজের উদ্ধোধন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মনোনয়ন ফরম কিনলেন বিএম ফরহাদ হোসেন সংগ্রামসহ ৭ জন