রবিবার, ১লা জুলাই, ২০১৮ ইং ১৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় তেল ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৯

অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার বৃহত্তম নাগরী লাগোসে একটি তেল ট্যাংকার বিস্ফোরণে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ সময় আগুনে ৫টি বাসসহ মোট ৫০টি যানবাহন পুড়ে যায়। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ব্যস্ততম সড়কে ছিটকে পড়ে। মূলত একটি ট্যাংকারের ব্রেকফেলের কারণে এই ঘটনা ঘটে।

আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা

দেশটি জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত আদেশিনা তিয়ামিউ বলেন, অতেদোলা ব্রিজে লাগোস যাওয়ার পথে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারায় এবং এর পাশে পড়ে যায়। এ সময় ট্যাংকার থেকে পেট্রল পড়ে আগুন ধরে যায়। এর পর দ্রুত তা এক যনবাহন থেকে অন্য যানবাহনে ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা যায়, রাস্তা থেকে কালো ধোঁয়া উড়ছে এবং পুড়ে যাওয়া কয়েকটি কার পড়ে আছে।
এদিকে এ ঘটনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি।

Print Friendly, PDF & Email