রবিবার, ১লা জুলাই, ২০১৮ ইং ১৭ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

কাশ্মীরে আইএসের উপস্থিতি নিশ্চিত করেছে রাজ্য সরকার

ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মীর রাজ্যে ইসলামিক স্টেটের (আইএস) উপস্থিতি জোরালো হচ্ছে বলে স্বীকার করেছে রাজ্য সরকার।

রাজ্যেটির প্রশাসন ২৩ জুন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাশ্মীর উপত্যকায় এই সন্ত্রাসী দলটির অস্তিত্ব রয়েছে। এর আগে রাজ্যের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো এই বিষয়টিকে মিডিয়া মিথ্যা প্রচারণা বলে দাবি করেছেলো।

আরও : ২৫ বছরে যেসব টুর্নামেন্টে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা

ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি চারজন বিচ্ছিন্নতাবাদী ইসলামী জঙ্গিকে গুলি করে হত্যা করার পর সরকার জানিয়েছে নিহতরা আইএসের সদস্য ছিল। এছাড়া এই হত্যা ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আইএসের প্রচারণা প্রতিষ্ঠান আমাক নিউজ এজেন্সি নিহতরা তাদের যোদ্ধা ছিল বলে সংবাদ প্রচার করে।

কাশ্মীরের পুলিশ প্রধান এস. পি. ভেইদ বলেছেন, ইসলামিক গ্রুপগুলো এখানে স্বাধীন ইসলামিক স্টেট প্রতিষ্ঠার জন্য অথবা ইসলামী পাকিস্তানের সাথে এক যাওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াই করছে।

উল্লেখ্য, গত ৩০ বছর ধরে এই রাজ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সঙ্ঘাত চলে আসছে। বেসামরিক মানুষ, জঙ্গি ও সেনা সদস্যসহ এখানে এ পর্যন্ত প্রায় এক লক্ষ মানুষ নিহত হয়েছে। সাউথ এশিয়া মনিটর

Print Friendly, PDF & Email