[bangla_day], [english_date] [bangla_date]

জনগণের কাছে দেয়া কথা রাখতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কে কোন দল থেকে পাশ করেছেন, তা বড় কথা নয়। সবাই মিলে দেশের উন্নয়ন করতে হবে। দেশে বহুদলীয় গণতন্ত্র রয়েছে। এখানে সব দলের প্রতিনিধি আছেন। জনগণের কাছে দেয়া কথা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ(বৃহস্পতিবার) সকালে গণভবনে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নাগরিকদের পরিকল্পনা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। তাই জনগণের উন্নয়নের লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইন চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া খুলনার সুপেয় পানির অভাব দূর করতে কাজ শুরু হয়েছে। এছাড়া আরও রাস্তা-ঘাট তৈরিতে সরকার কাজ করছে।

শেখ হাসিনা বলেন, খুলনার স্থানীয় প্রশাসন নিজ উদ্যোগে ভিক্ষুকমুক্ত কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রশাসনের কর্মকর্তারা তাদের একদিনের বেতন দিয়ে এই কর্মসূচি শুরু করেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকেও এই প্রকল্পে সহায়তা দেয়া হয়। দেশকে ভিক্ষুকমুক্ত করাই আমাদের লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়াম

রোহিঙ্গাদের সহায়তায় ৮০০ কোটি টাকা অনুদান দিচ্ছে এডিবি

‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা রিপোর্ট প্রকাশ হবে’

প্রধানমন্ত্রীর সহায়তা চায় তরিকুলের পরিবার

২-০ গোলে পিছি বিরতিতে গেল ব্রাজিল

একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর