শুক্রবার, ৮ই ফেব্রুয়ারি, ২০১৯ ইং ২৬শে মাঘ, ১৪২৫ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করবো: শাজাহান খান

নিউজ ডেস্ক: ‘আমি পদত্যাগ করবো না। এটা বিএনপির দাবি। বিএনপির কথায় আমি পদত্যাগ করবো না। জনগণ আমার পদত্যাগ চায়নি, ছাত্ররাও আমার পদত্যাগ চায়নি। তবে জনগণ চাইলে আমি পদত্যাগ করবো।’ বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এই কথা বলেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিলে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করবো।’

উল্লেখ্য, রবিবার (২৯ জুলাই) দুপুরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার বিষয়ে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে নৌমন্ত্রী শাজাহান খানের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এসময় তিনি হেসে হেসে এ বিষয়ে দায়ীদের শাস্তির কথা জানানোর পাশাপাশি এ দুর্ঘটনার সঙ্গে ভারতের মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হওয়ার তুলনা করেন। পরিবহন শ্রমিক ও মালিকদের নেতা হিসেবে নৌ-মন্ত্রীর আশ্রয়-প্রশ্রয়ে বাসের চালক ও হেলপাররা স্বেচ্ছাচারী হয়ে উঠছে –এমন অভিযোগে শাজাহান খান হেসে হেসে বলেন, ‘আজকের বিষয়ের সঙ্গে এটি রিলেটেড নয়। মহারাষ্ট্রে এক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হলেও কোনও হৈ চৈ হয় না। অথচ বাংলাদেশে সামান্য কিছুতেই হই চই হয়।’তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। প্রধানমন্ত্রীও তাকে তিরস্কার করেন।

এ জাতীয় আরও খবর

তার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই : কাদের

এশিয়ার ২৮ দেশের মধ্যে বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়

দেশের প্রায় সকল পাসপোর্ট অফিস আকণ্ঠ ডুবে আছে দুর্নীতিতে

মনমোহন-মোমেন বৈঠক : তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে

আইসিসি চেয়ারম্যান বললেন, বাংলাদেশ ক্রিকেটে ভালো করছে

স্বপ্নের মেট্রোরেলের লোকোমোটিভ নকশা প্রস্তুত

জার্মানি কিনলো বাংলাদেশে তৈরি সবচেয়ে বড় জাহাজ

২০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাদ পড়েছে, সংসদে মন্ত্রী

গত অর্থবছরে ২০০ কোটি টাকা লোকসান বিমানের

ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

যাত্রীবাহী বাসের মধ্যে ৩৩ শতাংশ’র ফিটনেস নেই

নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মোমেনের