শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

ফেসবুক ব্যবস্থা নিচ্ছে সময় নিয়ন্ত্রণের!

ডেস্ক রিপোর্ট ।। ফেসবুকে আমাদের পার হয়ে যায় লম্বা সময়। স্ট্যাটাস কমেন্ট, আর লাইকের পেছনে পড়ে নষ্ট হয় সময়। এবার এসব নিয়ন্ত্রণের জন্য ফেসবুকই ব্যবস্থা নিয়ে এলো।

‘ইয়োর টাইম ওন ফেসবুক’ নামে একটি নতুন ফিচার শিগগির যুক্ত হচ্ছে ফেসবুকে। আর সেটিই আমার সময় নিয়ন্ত্রণ করবে বলে জানা গেছে।

নতুন এ ব্যবস্থা আপনাকে বলে দেবে কতটা সময় এই সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন ৷ নতুন ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারবেন। সেই সময় অতিক্রম হলেই আপনাকে নোটিফিকেশন দেবে ফিচারটি।

কেবল তাই নয়, ফেসবুক নোটিফিকেশনও আয়ত্ত্বে রাখতে সাহায্য করবে এই নতুন ফিচার ৷

সাত দিন অন্তর সপ্তাহের ফেসবুকে কাটানো গড় সময়টাও জেনে যাবেন আপনি ৷ এছাড়া ফেসবুকে বিজ্ঞাপনের সময় কমানো হবে, যাতে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষের কোন বিরক্তি না আসে।

তবে ফেসবুকে মজে থাকুন, কিন্তু একে নিজের নেশা বানাবেন না, বলছে ফেসবুকও ৷ তাই তো এই সময় মাপার ব্যবস্থা করছে কর্তৃপক্ষও।