রবিবার, ৭ই অক্টোবর, ২০১৮ ইং ২২শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় : মহিউদ্দিন মহি

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকায় ভোট চাইলেন বাঞ্ছারামপুরের সিংহ পুরুষখ্যাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক,সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি।আজ (রবিবার) সকাল হতে বিকেল পর্যন্ত উপজেলার তেজখালি ও পাহাড়িয়াকান্দি ইউনিয়নে ৫টি গ্রামে উঠান বৈঠক করেন। পর পর অনুষ্ঠিত হয়ে যাওয়া ৫টি গ্রামের হাজার হাজার স্থানীয় জনতার উপস্থিতিতে উঠান বৈঠকে মহি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনতার উদ্দেশ্যে সালাম জানিয়ে নিজেকে আগামী দিনের নৌকা মার্কার দাবীদার উল্লেখ করে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরে।রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’

তেঝখালি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শিরু মাষ্টারের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীবৃন্দ।পাহাড়িয়াকান্দির বৈঠকে পিন্টু তালুকদারের নের্তৃত্বে মহিকে ব্যাপক সংবর্ধনা দেয়। পাহাড়িয়াকান্দি পৌছুলে এই জনপ্রিয় রাজনৈতিক কে এক নজর দেখার জন্য শত শত নারী,শিশু,বৃদ্ধ,যুবক,তরুনসহ আবালবৃদ্ধবণিতাদের ঢল নামে। ‘

মহি তার আধ ঘন্টার উপস্থিত বক্তব্যে রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।এলাকাবাসীর কাছ থেকে নৌকায় ভোট পেতে হাত তুলে ওয়াদা আদায় করে বলেন, ‘শেখ হাসিনার সরকার উন্নয়ন করে যাচ্ছি, সেই উন্নয়ন যাতে অব্যাহত থাকে, মানুষ যেন খেয়ে-পরে শান্তিতে থাকে,শিশুদের মাঝে প্রতি বছর জানুয়ারির ১ তারিখে ৩৫ কোটি বই পাওয়ার নিশ্চয়তার জন্য আমি আপনাদের কাছে আবেদন করি।

আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ আমাদের দিন। আপনাদের কাছে ওয়াদা চাই। আপনারা হাত তুলে ওয়াদা করেন নৌকায় ভোট দেবেন। আমরা বাঞ্ছারামপুরের জনগনসহ দেশকে উন্নত করবো, সমৃদ্ধশালী করবো। ক্ষুধামুক্ত করবো।’

এ জাতীয় আরও খবর

বাঞ্ছারামপুর-হোমনা সড়ক নি¤œমানের সামগ্রী দিয়ে তৈরী অভিযোগ

বাঞ্ছারামপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার, আটক ২

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : বাঞ্ছারামপুরে মহিউদ্দিন মহি

বাঞ্ছারামপুরে বর্জ্রপাতে নিহত ১,গুরুতর আহত ২

বাঞ্ছারামপুরের দরিকান্দিতে দূপক্ষে সংঘর্ষে পুলিশশহ আহত ২০

বাঞ্ছারামপুরে কলেজ সরকারি করায় আনন্দ র‌্যালী ও নবীনবরন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে  বিয়ার-মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ‘শেখ হাসিনা তিতাস সেতু’র উদ্বোধন

বাঞ্ছারামপুরে ‘শেখ হাসিনা তিতাস সেতু’র উদ্বোধন রবিবার