সোমবার, ১০ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২৬শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

দ্রুত উন্নত হওয়ায় ভারতকে আর ভর্তুকি দেবে না আমেরিকা!

অনলাইন ডেস্ক: উন্নয়নশীল দেশ ভারতকে দেওয়া ভর্তুকি খুব শিগগিরই বন্ধ করে দিতে চায় ট্রাম্প প্রশাসন। দেশটির দ্রুতহারে উন্নতি হওয়ায় আমেরিকা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে শুধু ভারত নয় চীনকেও ভর্তুকি বন্ধ করে দিতে পারে আমেরিকা। কারণ, মার্কিন প্রেসিডেন্টের মতে যেই দেশ এত দ্রুত উন্নতি করছে, তাদের ভর্তুকি দেওয়ার কোনও মানে হয় না।

ট্রাম্প বলেছেন, বিশ্বের কিছু দেশ অনেক দ্রুত উন্নতি করছে। কিছু দেশ আবার এখনও ততটা উন্নত নয়। তারা এখনও পিছিয়ে আছে। তাই আমেরিকা সেই সব দেশগুলোকে ভর্তুকি দেবে। তারা যাতে উন্নতি করতে পারে, তার জন্য সবরকম চেষ্টা করবে। কিন্তু সেই তালিকায় নেই ভারত ও চীন। এই দুই দেশ নিজেদের উন্নয়নশীল বলে। সেই পরিপ্রেক্ষিতেই তারা ভর্তুকি পায়। কিন্তু গোটা ব্যাপারটাই ঠিক নয়। আগাগোড়াই ভুল। এই দেশগুলি খুব দ্রুত উন্নতি করছে। বিশেষত চীন। ভবিষ্যতে তারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষমতাশালী দেশ হতে যাচ্ছে। তাহলে এমন দেশকে কেন ভর্তুকি দেওয়া হবে?

ট্রাম্পের মতে, আমেরিকাও তো উন্নয়নশীল দেশ। তাই উন্নয়নশীল দেশের বিভাগে তো আমেরিকারও নাম থাকা উচিত। কিন্তু অন্য অনেক দেশের থেকে দ্রুত উন্নতি করছে আমেরিকা। আর সেই কারণেই তালিকায় নেই দেশটি। তাই যদি হয়, তবে ভারত বা চীন কেন এই সুবিধা ভোগ করবে?

তিনি আরো বলেছেন, “আমি চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের বড় ফ্যান। কিন্তু আমি ওনাকে বলেছি আমাদের সব ঠিকঠাক করার চেষ্টা করা উচিত। চীন আমেরিকার কাছ থেকে ৫০০ বিলিয়ন ডলার নিয়ে যাবে আর নিজেদের উন্নতি করে যাবে, তা তো হতে পারে না।”

এ জাতীয় আরও খবর

স্বামীর হাতে নিপীড়নের বর্ণনা দিলেন এই নারীরা

‘আজ থেকে আমরা কাছে এলাম, সম্পর্ক আরও গভীর হলো’

টকশোতে কথা বলতে বলতে মারা গেলেন আলোচক (ভিডিও)

ফেসবুকে মাত্রাতিরিক্ত আসক্তি! বিয়ে ভাঙল তরুণীর

চারতলার বারান্দায় ঝুলন্ত শিশুকে বাঁচিয়েছে সত্যিকারের দুই ‘সুপারহিরো’

চলন্ত বাইকে ফেসবুক লাইভ; করুণ পরিণতি! (ভিডিওসহ)

প্রথা ভাঙ্গায় ওবামার কঠোর সমালোচনায় রিপাবলিকান নেতারা

বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে ভিডিও সেবা চালু করেছে অনমোবাইল

আফগান নিরাপত্তা বাহিনীর উপর তালেবান হামলা, নিহত ২১