বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নাসিরনগরে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : নিধন জরুরী

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: নাসিরনগরে পাগলা বেওয়ারিশ কুকুরের যত্রতত্র অবাধ বিচরণে শংকিত হয়েছেন উপজেলা সদরে আগমনকারী রাস্তায় যাতায়াতকারী পথচারী,ছাত্রছাত্রী ও সচেতনমহল। উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে কুকুর নিধন অভিযান পরিচালিত না হওয়ার ফলে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় জ্যামিতিক হারে বেওয়ারিশ কুকুরের বংশবৃদ্ধি ঘটেছে। এসব অভিভাবকবিহীন কুকুর প্রতিদিন উপজেলা সদরের বিভিন্ন মোড়ে,বাজারে ও সরকারি-বেসরকারি প্রতিষ্টানের পাশে গুরুত্বপূর্ণ রাস্তায় বেপরোয়া ঘুরাফেরা করে। এদের মধ্যে অনেক কুকুর জলাতংক রোগের জীবাণু বহনকারী ।

ক্ষ্যাপাটে এসব পাগলা কুকুর যে কোন মূর্হুতে যে কাউকে কামড় দিতে পারে। ফলে রাস্তায় যাতায়াতকারী পথচারী,শিক্ষার্থী ও চাকুরিজীবি মানুষ প্রতিদিন কুকুর আতংকে ভোগছেন। এছাড়া ভাদ্রমাস কুকুরের প্রজনন মৌসুম হওয়ায় এসময়ে স্বভাবেই সব কুকুর ক্ষ্যাপাটে ধরণের হয়ে তাকে। আর এসব পাগলা কুকুর কামড়ালে যে কেউ মারাত্মক জলাতংক রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে। ভাদ্রমাস শেষ হলেও কুকুরের উৎপাত কমেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার বেওয়ারিশ কুকুরের উৎপাতের কথা স্বীকার করে জানান এবিষয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সুতরাং পাগলা কুকুর নিধনে অনতি বিলম্বে অভিযান চালানোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।