বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

এই প্রথম জাতিসংঘ অধিবেশনে মায়ের সঙ্গে শিশু!

আন্তর্জাতিক ডেস্ক : তিন মাস বয়সী মেয়েশিশুকে সঙ্গে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এই প্রথম জাতিসংঘ অধিবেশনে কোনো শিশু তাঁর মায়ের সঙ্গে যোগ দিয়েছে।

জেসিন্ডা আরডার্ন হলেন বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সরকারপ্রধান, যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মা হয়েছেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রথম মা হয়েছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেন জেসিন্ডা। তিনিই প্রথম ব্যক্তি যিনি শিশুসন্তান নিয়ে এই অধিবেশনে যোগ দিলেন। ভাষণ দেওয়ার সময় তাঁর সঙ্গী ক্লার্ক গেফোর্ড মেয়েকে কোলে নিয়ে বসে ছিলেন।

এখন মায়ের দুধ পান করে শিশু নেভ তে আরোহা। এ কারণে আন্তর্জাতিক এই সফরে তাকে সঙ্গে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।জাতিসংঘে প্রবেশের জন্য এই শিশুর জন্যও পরিচয়পত্র ইস্যু করতে হয়েছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অর্থনৈতিক মডেল অনুসরণের পরামর্শ ইমরানকে (ভিডিও)

ঢাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে পেটালেন বর্তমান সভাপতি

নামাজ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে রায় আজ

পরকীয়া অপরাধ নয় বলে ঐতিহাসিক রায়…

ধার করা পোশাক পরে বাগদানে এলেন প্রিয়াঙ্কা!

রিয়ালকে উড়িয়ে দিয়েছে সেভিয়া

যুক্তরাষ্ট্রে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কা ও মদিনার মধ্যে উচ্চগতির ট্রেন চালু

দুর্দান্ত ফিল্ডিং হয়েছে আমাদের, বোলাররাও দারুণ করেছে