বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি চাকরিজীবীদের গৃহঋণ দিতে রাষ্ট্রায়ত্ব ৪ ব্যাংক সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী এবং হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সঙ্গে চুক্তি সই করেছে অর্থ মন্ত্রণালয়। সচিবালয়ে সকালে এই চুক্তি স্বাক্ষর হয় বলে জানা গেছে।

অর্থমন্ত্রী জানান, পেনশনের পর সরকারি চাকরিজীবীদের অন্তত একটি বাড়ির নিশ্চয়তা দিতেই এ চুক্তি। এর ফলে সর্বনিম্ন ২০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকার ঋণ সুবিধা পাবেন।

তবে যারা অটোমেটেড পদ্ধতিতে বেতন পান তারাই আগে এই সুবিধা পাবেন বলে জানান অর্থমন্ত্রী। আগামী ২ বছরের মধ্যে সবাই এই সুবিধার আওতায় আসবে বলেও জানান অর্থমন্ত্রী।

পয়লা অক্টোবর থেকে নেয়া শুরু হবে গৃহঋণের আবেদন। সুদের হার হবে ১০ শতাংশ। যার অর্ধেক দেবে সরকার। প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারি পাবেন এই ঋণ সুবিধা। বছরে ৯০০ কোটি টাকা ভর্তুকি দিবে সরকার।

এ জাতীয় আরও খবর

গোয়েন্দারা বিমানবালা মাসুমার অন্ধকার জগতের খোঁজে

ঢাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে পেটালেন বর্তমান সভাপতি

পাল্টে যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা, পাঁচটি ক্ষেত্রে আনা হচ্ছে পরিবর্তন

কার্গো ভ্যানের ধাক্কায় নভোএয়ারের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

ফ্ল্যাট নির্মাণে ঋণ, বছরে সরকারের ভর্তুকি ৯০০ কোটি টাকা

সম্পাদক পরিষদের মানববন্ধন স্থগিতের অনুরোধ তথ্যমন্ত্রীর

‘রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সুনির্দিষ্ট পদক্ষেপ চায় বাংলাদেশ’

আল্লাহ-আল্লাহ বলে চিৎকার করছিলেন তারা

এ কেমন বাড়ি নির্মাণ