বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

চুক্তি সই সরকারি কর্মচারীদের গৃহঋণের

নিউজ ডেস্ক।। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকিং খাতে ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে আরো কয়েকমাস সময় লাগতে পারে। তবে ব্যাংকগুলো যদি কম মুনাফা করে তাহলে অতি সহজে কমিয়ে আনা সম্ভব।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় অর্থমন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এই অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের গৃহঋণ প্রদানে রাষ্ট্রয়ত্ত্ব ৪ বাণিজ্যিক ব্যাংক ও হাউজ বিল্ডিং এর সঙ্গে সমঝোতা স্মরক সই করা হয়। ব্যাংক চারটি হচ্ছে- সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক। সরকারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অর্থসচিব এবং বাস্তবায়নকারী পাঁচ প্রতিষ্ঠানের কর্মকর্তারা সমঝোতা স্মারক সই করেন।

পরিপত্র অনুযায়ী, দেশের যে কোনো এলাকায় গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি বা ফ্ল্যাট কেনায় সরকারি চাকরিজীবীরা ঋণ পাবেন।

এ জাতীয় আরও খবর

গোয়েন্দারা বিমানবালা মাসুমার অন্ধকার জগতের খোঁজে

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত

ওয়ানডে ক্রিকেটের পাঁচটি স্মরণীয় ৯৯

ঢাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিকে পেটালেন বর্তমান সভাপতি

পাল্টে যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা, পাঁচটি ক্ষেত্রে আনা হচ্ছে পরিবর্তন

নামাজ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে রায় আজ

যাত্রীদের বিক্ষোভ শাহ আমানত বিমানবন্দরে

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ দেবে ১০ হাজার ৯৯৩ জনকে

কার্গো ভ্যানের ধাক্কায় নভোএয়ারের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত