শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

মালদ্বীপে বিরোধী প্রার্থীকে জয়ী ঘোষণা নির্বাচন কমিশনের

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল শনিবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল ঘোষণা করে। নির্বাচন কমিশনারদের হুমকি দেওয়ার পরও শেষ পর্যন্ত ফল ঘোষণা করা হলো। এর মাধ্যমে দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের দ্বিতীয় দফা ক্ষমতায় থাকার আশা ভঙ্গ হলো। উল্লেখ্য, মোহাম্মদ সোলিহ ভারতপন্থি এবং ইয়ামিন চীনপন্থি হিসেবে পরিচিত। খবর টাইমস অব ইন্ডিয়ার

বিরোধী জোট গত কিছুদিন ধরে অভিযোগ করে আসছিল, প্রেসিডেন্ট ইয়ামিন ক্ষমতা ধরে রাখতে নির্বাচনী ফল ঘোষণায় বিলম্ব ঘটানোর চেষ্টা করছেন। গতকাল জাতীয় নির্বাচন কমিশনের সচিব সালাহ রাশিদ জানান, ভোটের হার ৮৯ দশমিক ২ ভাগ যার মধ্যে সোলিহর মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি) ১৬ দশমিক ৮ ভাগ ভোট বেশি পেয়েছে।

নির্বাচন কমিশনের প্রধান আহমেদ শরিফ বলেছেন, গত বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচন সংক্রান্ত ৪২৩টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১৯৪টি অনিষ্পন্ন। তবে অভিযোগ ব্যুরো এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এসব অভিযোগ নির্বাচনী ফলে প্রভাব ফেলবে না।

তিনি জানান, গত রবিবার নির্বাচনের পর ৫ জন নির্বাচন কমিশনারকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে। শারীরিকভাবে আঘাত করা হবে বলে জানানো হয়েছে। তবে আমরা হুমকি নিয়ে বিচলিত নই। কারণ রাষ্ট্র আমাদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নিয়েছে।

পুলিশ এবং সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্বাচনী ফল মেনে চলবেন। সংবিধান অনুযায়ী আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবেন প্রেসিডেন্ট ইয়ামিন। দেশটিতে চীনের প্রভাব নিয়ে ভারত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ আছে।