শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

৭ লাখ মরা মানুষ খাচ্ছিলেন রেশনের চাল-গম!

মৃত ব্যক্তিদের নামে বরাদ্দ হচ্ছে রেশনের চাল ও গম। তা তুলেও নেয়া হচ্ছে। এ পর্যন্ত মৃত রেশন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ।

এমনটি দেখা গেল ভারতের পশ্চিমবঙ্গের খাদ্য অধিদফতরের এক জরিপে। মাত্র তিন মাসের জরিপে এ সংখ্যা সাত লাখে পৌঁছেছে।

এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

উল্লেখ্য, তিন মাস আগে মৃত রেশন গ্রাহকদের তথ্য পেতে রাজ্য খাদ্য অধিদফতর একটি নির্দেশিকা জারি করে।

সে নির্দেশিকায় একটি প্রোফর্মা তৈরির লক্ষ্যে হাসপাতাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র, পৌরসভা, পঞ্চায়েতসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দফতরকে মৃতদের তালিকা পাঠাতে বলা হয়।

সেই পদক্ষেপের ফল হিসাবে এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে প্রায় সাত লাখ মৃত রেশন গ্রাহকের তথ্য খাদ্য অধিদফতরের কাছে এসেছে বলে জানান পশ্চিমবঙ্গের খাদ্য অধিদফতর।

কলকাতার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশ, নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট পেতে তার রেশন কার্ড রেশন ডিলারের মাধ্যমে পরিবারের সদস্যরা এ কার্ড ফেরত দিয়ে থাকেন।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় না। এর পেছনে এক শ্রেণির রেশন ডিলার জড়িত রয়েছে বলে ধারণা খাদ্য অধিদফতরের।

এ কারণে সাধারণ মানুষ যেন মৃত ব্যক্তিদের রেশন কার্ড ফেরত দিলে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন দেশটির খাদ্যমন্ত্রী।

প্রসঙ্গত রেশনে সস্তায় খাদ্য সরবরাহ করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।

তাই মৃত ব্যক্তির নামে রেশন কার্ড চালু থাকলে রাজ্য সরকারের বিপুল অর্থের অপচয় হচ্ছে।