শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সম্মতি ১১ আইনে

নিউজ ডেস্ক।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে পাশ হওয়া ১১টি বিলে সম্মতি দিয়েছেন। ২২তম অধিবেশনে ১৮টি বিল পাস হলেও তিনি ১১টি আইনে সম্মতি দেন। সোমবার এসব আইনগুলোতে সম্মতি দেয়ায় এগুলো কার্যকর হলো। তবে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া আইনগুলোর মধ্যে নেই ডিজিটাল নিরাপত্তা আইনটি।

বিলগুলো হলো, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল, ২০১৮; বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮; বস্ত্র বিল, ২০১৮; সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮; যৌতুক নিরোধ বিল, ২০১৮; সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮; জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, ২০১৮; হিন্দু দর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮; বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন বিল, ২০১৮; কৃষি বিপণন বিল, ২০১৮; এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮।

সংসদের আইন শাখার কর্মকর্তারা জানান, জাতীয় সংসদে কোনো আইন পাশ হলে সেটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠায় সংসদ। আইনগুলোর অনেক কপি ব্রডশিটে ছাপানো হয়। ডিজিটাল নিরাপত্তা বিলটি অধিবেশনের শেষে পাস হওয়ায় এখনও ওই বিলসহ অন্যান্য ৭টি বিলের কাজ শেষ হয়নি। কাজ শেষ হলেই সেগুলো রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে।