বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

২১ অক্টোবর বসছে সংসদের শেষ অধিবেশন

নিউজ ডেস্ক।। দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হচ্ছে ২১ অক্টোবর। এটি বর্তমান সংসদের শেষ অধিবেশন। এদিন বিকাল সাড়ে ৪টায় বৈঠক শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে বৃহস্পতিবার এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আসন্ন এই অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এর সময়সূচি নির্ধারণ করা হবে। এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের ৯০দিনের কাউনডাউন শুরু হবে। এরআগেই অধিবেশন শেষ হবে বলে জানা গেছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। তবে, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য মেয়াদ শেষের ৯০দিনের মধ্যে ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসার বিধানের বাধ্যবাধকতা নেই।

এ জাতীয় আরও খবর

রাজশাহী পুলিশ গুপ্তধনের খোঁজে এসে যা পেলেন…

আমার মেয়েকে নির্যাতন করে টয়লেটে ফেলে রাখে!

কলকাতায় রেলস্টেশনে ওভারব্রিজ দূর্ঘটনায় নিহত ২, আহত ১৭

জানেন কি, পেঁপে নয় মধুর সাথে বীজ একসঙ্গে খেলে কী উপকার?

পপির নতুন অভিজ্ঞতা

বিয়ের আগে প্রাক্তন প্রেমিকদের সঙ্গে দীপিকার সম্পর্ক ফাঁস!

হিমালয়ান ‘ভায়াগ্রা’ নিয়ে চীন-নেপাল মারামারি! দাম সোনার তিনগুণ!

এবার রব-কামালের সঙ্গে তসলিমার ফটোশপ করা ছবি!

সৌদি যুবরাজের আছে ভয়ঙ্কর খুনি বাহিনী ‘টাইগার স্কোয়াড’!