শুক্রবার, ১২ই অক্টোবর, ২০১৮ ইং ২৭শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই : বাণিজ্যমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বিএনপি যত কিছুই বলুক। নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই। নির্বাচন কমিশন ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আগামী নির্বাচন কঠিন হবে। বিএনপি ওই নির্বাচনে অংশ নিবে। আওয়ামী লীগ জোটগতভাবে নির্বাচনে অংশ নিবে।

তিনি সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনকালীন সরকার হবে শেখ হাসিনার নেতৃত্বে। সরকারের আকার ছোট না বড় হবে তা তিনিই নির্ধারন করবেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একত্রিত ও ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের ভয়ের কিছু নেই। তিনি আবারো বলেন, আগামীতে আমাদের ক্ষমতায় আসার বিকল্প কিছু নেই। বিএনপি ক্ষমতায় এলে লাখ লাখ মানুষ মারা যাবে।

মন্ত্রী বলেন, যারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুরি বলতো, তারাই এখন বলছে বাংলাদেশের উত্থান বিষ্ময়কর। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

নির্বাচনে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়ন কে পাবেন, আর কে পাবেন না, তা জানেন একমাত্র দলনেত্রী শেখ হাসিনা। কাকে কোন জায়গায় রাখতে হবে তা তিনিই ভাল বুঝেন। তবে মনোনয়ন যেই পান, তিনিই শেখ হাসিনার মনোনীত প্রার্থী। কাজেই নৌকার প্রতি সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ ময়েজউদ্দিনের মেয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারউজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ। বিডি প্রতিদিন