শুক্রবার, ১২ই অক্টোবর, ২০১৮ ইং ২৭শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য যে বিজ্ঞানী নোবেল বিক্রি করেছেন

ডেস্ক রিপোর্ট।।  লিয়ন লেডারম্যান একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনিই সর্বপ্রথম ঈশ্বরকণার সঙ্গে বিশ্ববাসীকে পরিচিত করিয়েছেন।

১৯৯৩ সালে নিজের একটি বইয়ে হিগস-বোসন কণার বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছিলেন, ‘গডস পার্টিকল’। খবর নিউজ ক্লিক।

নিউজ ক্লিক বলছে, ১৯৮৮ সালে প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জয়লাভ করেন এ বিজ্ঞানী। তবে তিনি সারাজীবন আগলে রাখতে পারেননি এই পদকটি।

পরে ২০১৫ সালে নিজের উন্নত চিকিৎসার জন্য সেই নোবেল পুরস্কারটিকে নিলামে তুলতে বাধ্য হয়েছিলেন এ মার্কিন পদার্থবিজ্ঞানী।

পরবর্তীতে একই বছরের ৩ অক্টোবর ৯৬ বছর বয়সে রেক্সবার্গের আইডাহো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেই নোবেল বিজয়ী বিজ্ঞানী।

চলে গেলেন পৃথিবী ছেড়ে কিন্তু রেখে গেলেন হিগস-বোসন নিয়ে তার ব্যাখ্যা করা মহামূল্যবান তত্ত্ব। শেষ বয়সে দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন প্রবীণ এ মার্কিন বিজ্ঞানী।

সংবাদে আরও বলা হয়, ১৯২২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জন্ম নেন লেডারম্যান। তার বাবার একটি ধোপাখানা ছিল।

নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া এ বিজ্ঞানী নিউইয়র্কের সিটি কলেজে রসায়ন নিয়ে পড়াশোনা করেন। পরে স্নাতক পাস করেই সেনাবাহিনীতে যোগ দিয়ে অংশ নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে।

পরবর্তীতে যুদ্ধ থেকে ফিরে এসে পুনরায় শুরু করেন পড়াশোনা। ১৯৫১ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাব-অ্যাটমিক পার্টিকল নিয়ে শুরু হয় তার গবেষণা। পরে ১৯৭৮-৮৯ সাল পর্যন্ত ফার্মিল্যাবের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এ পদার্থবিজ্ঞানী।