বৃহস্পতিবার, ২৫শে অক্টোবর, ২০১৮ ইং ১০ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

মনে পড়ে কি ছোটবেলার ক্রিকেট খেলার এই নিয়মগুলো…

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট পাগল জাতি হিসেবে বরাবরবই পরিচিত বাংলাদেশ। দেশের অলি-গলিতে দিনরাত ক্রিকেট খেলায় ব্যাট-বলে ঝড় উঠে দিনরাত। আমারা যারা শৈশব পেরিয়ে এসেছি তারা শৈশবের অনেকটা সময়ই পাড় করেছি ক্রিকেট খেলে। ছোট বেলার সেই ক্রিকেট খেলার নিয়মের কথা নিশ্চয়ই মনে আছে। আজ থাকছে সেই নিয়মগুলো অংশবিশেষ।

ছোট বেলার ক্রিকেট নিয়ম গুলোঃ-
১। বল ডাইরেক্ট দেওয়ালে লাগলে Six, গড়িয়ে গেলে Four,দেওয়ালের ওপারে গেলে সোজা আউট।
২। বল যে বাইরে ফেলবে সেই নিয়ে আসবে।
৩। প্রথম বলে আউট হয়ে গেলে সেটা আউট না, ওইটা Try বল ছিল।
৪। ব্যাটিং Team আম্পায়ারিং করবে।

৫। Last Batsman একা ব্যাটিং করতে পারবে।
৬। যে বল ফাটাবে সেই নতুন বল নিয়ে আসবে।
৭। জুনিয়র player রা শুধুই ফিল্ডিং করবে, ব্যাটিং- বোলিং পাবেনা।
৮। যে জিতবে সে পরের ম্যাচে প্রথমে Batting করবে।
৯। বল হারাইলে দায়ী ব্যাটসম্যান।

১০। ডায়রেক্ট টিনে লাগলে আউট।
১১। আর হ্যা আজান দিলে কিন্তু খেলা শেষ..!
১২। স্পিন বলে বোল্ড আউট হইলে নো বল (বল জোরে হইছে)।
১৩। ওয়াইড বল নিয়ে ঝগড়া আর রানের হিসাব নিয়ে তর্কাতর্কি চলবে প্রতি ওভারেই।
১৪। ভাই আন্টির বাসায় বল গেলে কিন্তু সেই বল পাওয়া যাবে না,দেখিশুনি মারিস রে,ব্যাট আস্তে আস্তে ঠোকঠোকাইস(ভাংগি যাইবে)।

১৫। রাস্তায় ললনা দেখামাত্র ছয় মারার ইচ্ছে জাগ্রত হবেই…!
১৬। বাউন্ডারিতে ফিল্ডিং করা যাবে না,তাইলে দূরের থেকে বল আনতে যাওয়া লাগবে (বেকার খাটনি)।
১৭। খেলার শেষ বাক্য হলো ব্যাটিং না দিয়া পালাইলি? যা যা দিন আমাদেরও আসবে !
কার কার মনে পড়ে ছোট বেলার এই স্মৃতিগুলোর কথা কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে?