সোমবার, ১৫ই জুলাই, ২০১৯ ইং ৩১শে আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ

আরও বাড়তে পারে তাপমাত্রা, তারপর বৃষ্টি

news-image

নিউজ ডেস্ক।। জুন মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে, রবিবার বৃষ্টিপাত কমতে পারে, তাই তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আবার লঘুচাপ তৈরি হয়ে গেলে বৃষ্টির পরিমাণও বেড়ে যাবে।

শনিবার সন্ধ্যা ৬টা-পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আগামীকাল বৃষ্টিপাত কমতে পারে, তাই তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। লঘুচাপ তৈরি হয়ে গেলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে।।
শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৩ ডিগ্রি। ঢাকাতে কোনো বৃষ্টিপাত হয়নি। রবিবার সূর্য উঠবে ভোর ৫টা ১৪ মিনিটে এবং ডুববে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

শনিবার পূর্বাভাসে আরও বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১৫২ জন

রোহিঙ্গা সংকট : সিউলের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ সেরা উইলিয়ামসন

সুপার ওভারও টাই পরও যে কারণে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ব্রাহ্মণবাড়িয়ায় হাওড়া নদীর বাঁধ ভেঙ্গে ১৫টি গ্রাম প্লাবিত

হুসেইন মুহাম্মদ এরশাদ’র মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি শোক

আশুগঞ্জে সদস্য সংগ্রহ অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নদ নদী পানি বৃদ্ধি

বিসিএস ক্যাডারের বাসায় ভেরিফিকেশনে ওসি মিষ্টি নিয়ে হাজির

নাটোরে জলাবদ্ধতায় দূর্ভোগে হাজার পরিবার

হারেনি নিউজিল্যান্ড, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিশ্বকাপ জিততে ১৬ রান দরকার নিউজিল্যান্ডের