g জাপা মন্ত্রীদের পদত্যাগ নাটক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২৩শে আগস্ট, ২০১৭ ইং ৮ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

জাপা মন্ত্রীদের পদত্যাগ নাটক

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ৫, ২০১৩

---

a13দলীয় চেয়ারম্যান এরশাদের নির্দেশ থাকা সত্বেও জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করেননি। সকালে প্রধানমন্ত্রী ডেকেছিলেন জাপার চার মন্ত্রীকে। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। সেখানে মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেননি।

 

প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠক শেষে প্রেসিডেন্ট পার্কে ফিরে যান জাপার মন্ত্রীরা। সেখানে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, তারা পদত্যাগ করেননি। এরশাদ তাদের যা বলেছেন, তা প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন তারা। প্রধানমন্ত্রী তাদের যা বলেছেন, তাও এখন এরশাদকে জানানো হবে।

 

বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান  স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রুহুল আমিন হাওলাদার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তারা সেখানে চলমান বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

 

প্রসঙ্গত, মঙ্গলবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর পরদিন বুধবার তিনি তার দলের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার এবং মন্ত্রীদের পদত্যাগেরও নির্দেশ দেন।

 

বুধবার রাতে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বৃহস্পতিবার পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন।

 

এরশাদের এই ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির মন্ত্রীদের ডেকে পাঠান। এরই অংশ হিসেবে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

এ জাতীয় আরও খবর