g কসবায় ডাকাত সর্দার বোমা মানিকসহ ২ দুর্ধষ ডাকাত গ্রেপ্তার, ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৪ই আগস্ট, ২০১৭ ইং ৩০শে শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

কসবায় ডাকাত সর্দার বোমা মানিকসহ ২ দুর্ধষ ডাকাত গ্রেপ্তার, ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ২৪, ২০১৪

---

greftarব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মূলগ্রাম ইউনিয়নের রাইতলা নামক স্থানে গত রোববার (২৩ ফেব্র“য়ারি) রাতে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বোমা মানিকসহ ২ দুর্ধষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ ডাকাতির সরঞ্জামাদী উদ্ধার করেছে। পুলিশ বলছেন; গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন; আখাউড়া উপজেলার মসজিদ পাড়া গ্রামের মস্তুফা মিয়ার ছেলে মানিক মিয়া ওরফে বোমা মানিক (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দণি জাঙ্গাল গ্রামের মতি মিয়ার পুত্র ফরহাদ মিয়া (২৫)। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। পুলিশ সূত্রে জানা গেছে; ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা বিভিন্ন গাড়ী নিয়ে তিনলাখপীর-চারগাছ সড়কের রাইতলা এলাকার ডাকাতির প্রস্তুতির জন্য ২০/২৫ জন ডাকাত জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশ ও কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বোমা মানিকসহ ২ দুর্ধষ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় অন্য ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির জন্য নিয়ে আসা বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করে। কসবা থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ভূইয়া বলেন; বিভিন্ন এলাকা থেকে ডাকাতরা ব্রীজের নিচে জমতে থাকে। ডাকাতির জন্য নিয়ে আসা বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি আরো বলেন; মানিক বিভিন্ন সময় বোমা তৈরী করে এবং বিষ্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে এ জন্য এলাকায় বোমা মানিক নামে পরিচিত। 

এ জাতীয় আরও খবর