g তেল ছাড়াই বিমান উড়লো ৫ মাসের বিশ্বভ্রমণে (ভিডিও) | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২০শে জুলাই, ২০১৭ ইং ৫ই শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ

তেল ছাড়াই বিমান উড়লো ৫ মাসের বিশ্বভ্রমণে (ভিডিও)

AmaderBrahmanbaria.COM
মার্চ ৯, ২০১৫

---

solarimpulse1000_0আন্তর্জাতিক ডেস্ক : অকটেন কিংবা অন্য কোনো তেল নয়; বিমান চলছে সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে। বিজ্ঞান-প্রযুক্তির এই অভাবনীয় সাফল্য উদযাপিত হচ্ছে আকাশে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ওমানের মাসকটের উদ্দেশে সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস-টু-এর আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে বিশ্বভ্রমণ শুরু করেছে সৌরশক্তিচালিত বিমান। আগামী পাঁচ মাসে বিমানটির ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়ার কথা রয়েছে ইমপালস-টু এর।

সোমবার বিবিসির অনলাইনের প্রতিবেদনে বলা হয়, এ নির্দিষ্ট সময়সীমার মধ্যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরও পাড়ি দেবে বিমানটি।

সৌরচালিত এ বিমানের পাইলট আন্দ্রে বোর্শবার্গ। আর সহকারি পাইলট বারট্রান্ড পিকার্ড। আবুধাবি থেকে যাত্রা শুরুর আগে বোর্শবার্গ বলেন, ‘আমাদের এ বিমানটি খুবই বিশেষ ধরনের এবং এটি আমাদের বড় বড় মহাসাগর পাড়ি দিতে সহায়তা করবে।’

ভ্রমণকালীন সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করবে সোলার ইমপালস-টু। সেসময় বিশ্রাম ও বিমানটির রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। পরিবেশবান্ধব এ প্রযুক্তির প্রচারও চালানো হবে এসব জায়গায়।

এ জাতীয় আরও খবর