শনিবার, ১৫ই জুলাই, ২০১৭ ইং ৩১শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

সেরা ৮-এ খেলতে ড্র চাই ব্রাজিলের!

AmaderBrahmanbaria.COM
জুন ১২, ২০১৬

---

brasil-1-702x336স্পোর্টস ডেস্ক : ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর হাইতির বিপক্ষে দারুণভাবে ফিরে এসেছে ব্রাজিল! হোক তারা ছোট প্রতিপক্ষ, কিন্তু ৭-১ ব্যবধানের জয়টা আত্মবিশ্বাস বাড়িয়েছে সেলেকাওদের। সোমবার সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিতব্য ম্যাচে পেরুর বিপক্ষে ড্র করলেই শেষ আট নিশ্চিত হবে কার্লোস দুঙ্গার দলের।

প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে চেনাই যায়নি নেইমারবিহীন ব্রাজিলকে। কোনওমতে গোলশূন্যভাবে ম্যাচটা শেষ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে হাইতির বিপক্ষেই নিজেদের ভয়ঙ্কর রূপটা দেখান কৌটিনহো-আলভেজরা।

নতুন ব্রাজিলকে নিয়ে বাজি ধরার লোকের অভাব হলেও হাইতির বিপক্ষে যে পারফরম্যান্সটা করেছে তারা, তা ধরে রাখতে পারলে পেরুরও উড়ে যাওয়ার কথা। পরিসংখ্যানেও সেলেকাওদের চেয়ে ঢের পিছিয়ে পেরু। ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিল ৭ নম্বরে আর পেরুর অবস্থান ৪৮তম। দু’দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ব্রাজিল। ৪১ বারের সাক্ষাতে ব্রাজিল ২৯টি এবং পেরু জিতেছে ৩টি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে।

‘বি’ গ্রুপে ব্রাজিল পেরু উভয় দলের অর্জন ৪ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালের দৌড়ে দুটি দলই এগিয়ে থাকলেও অঘটনের শঙ্কাও রয়েছে। ব্রাজিল-পেরু ম্যাচে কোনও দল পরাজিত হলে কোপা আমেরিকা মিশন শেষ হয়ে যেতে পারে গ্রুপ পর্বেই। এক্ষেত্রে দিনের অপর খেলায় দুই পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা ইকুয়েডর হাইতির বিপক্ষে জিতলে শেষ আটের যাওয়ার সুযোগ পাবে।