মঙ্গলবার, ৯ই মে, ২০১৭ ইং ২৬শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

রসরাজের পরিবারের বাবা মা এখনো গ্রাম ছাড়া

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ৪, ২০১৬

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে গত (২৮) অক্টোবর রসরাজ দাস(৩০) নামক জনৈক ব্যক্তির মোবাইল থেকে পবিএ কাবা শরীফ নিয়ে অবমাননাকর ছবি পোষ্ট করায় দায়ে তাকে বিগত( ২৯) অক্টোবর একদল যুবক ধরে নিয়ে হরিপুর ইউপি চেয়্যারমান অফিসে আটক করেন তারপর রসরাজকে নাসিরনগর থানায় পুলিশে কাছে সোপর্দ করেন।পোষ্ট করা ঘটনার দায়ে পরবর্তীতে (৩০)অক্টোবর সকাল বেলা একদল দুবূর্ও রসরাজ বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ব্যাপক ভাংচুর চালায় । এতে ভাংচুরের ঘটনার পরথেকেই পালিয়ে গেছে রসরাজ পরিবার। কথা হয় হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রফূল্ল দাসের সাথে তিনি বলেন,রসরাজের বাড়ি যে মহল্লায় সেটি আমার নিজের ওয়ার্ড এই দাস পাড়া। ঘটনার পর থেকে তাদের কোন খোজঁ -খবর ছিলনা কিন্তু গত একসপ্তাহ আগে রসরাজের আপন বড় ভাই দয়াময় দাস (৩২) বাড়িতে এসেছে। রসরাজরা তিন ভাই, ১ বোন আর তার বাবার নাম জগন্নাথ দাস (৫৫)।তার আপন চাচা জয়দেব দাস( ৫০) সে ও এখন তার নিজ বাড়িতে আছে। আমরা শুনেছি তার বাবা -মা ঢাকায় সাংবাদিক সম্মেলন করেছে। কিন্তুু আমি তার বড় ভাই দয়াময়ের স্ত্রীকে ডেকে এনে তার শুশুর-শাশুড়ি কোথায় আছে জানতে চাইলে, তাদের কে আসতে বল নাসিরনগর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের কাছে তাদের নামে টিন ও কিছু নগদ অর্থ বরাদ্দ আছে স্যার আমার সাথে তাদের নিয়ে যেতে বলেছে। কিন্তু এসব কথার ফাঁকে মহিলা আমাকে বলেছে তার শুশুর-শাশুড়ি কোথায় আছে সে কিছু জানেনা। আর তোমরা এতদিন কোথায় ছিলে জানতে চাইলে সে নীরবে প্রশ্নটি এড়িয়ে যান।

 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসল ব্যাপারটা হল রসরাজের মোবাইল থেকে ছবি পোষ্ট হয়েছে।তদন্তে আসল রহস্য বের হয়ে আসবে, তাকে জামিন দেওয়া না দেওয়া সবএ আদালতের ব্যাপার। তারঁ পরিবার নাসিরনগর আসতে বাধাঁ কোথায়। তারাতো কোন অপরাধ করেনি। রসরাজের বাবা-মা ভাই বোন বাড়িতে আসতে কোন সমস্যা মনে করলে আমরা তাদের সমূর্ণ নিরাপর্ওা দিব। তারা বাড়িতে আসেনা কেন? আমরা কিছু জানিনা তবে বাড়িতে আসতে বাধা কোথায়।