৮ই ডিসেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ২৪শে অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ


সিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে ৫ জনের মৃত্যু


Amaderbrahmanbaria.com : - ০৬.১২.২০১৬

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে দুই শিশুসহ দুই পরিবারের ৫জন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামের আব্দুর রহিম (৬০), তার ছেলে সোলেমান মিয়া (৩৫), লোকমান মিয়া (৩০) এবং আনিসুল হকের ছেলে রাহিম আহমদ (৮) ও মনি আক্তার (৭)।

Loading...

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে আব্দুর রহিম ও পার্শ্ববর্তী ঘরের আনিসুল হক বাজার থেকে পটকা মাছ কিনে আনেন। রাতের খাবার খাওয়ার পরই দু পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে প্রথমে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে দুপুরের বিভিন্ন সময়ে তারা মারা যান।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জানান, রাতের খাবার খাওয়ার পর তারা সবাই একে একে বমি করতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে ওই দুই পরিবারের ১০ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা যান। উপজেলা চেয়ারম্যান জানান, অসুস্থ অন্য চারজনকে ওসমানী হাসপাতালে এবং একজনকে রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মাহমুদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির ওই গ্রামে যান। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তারা জানান।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close