মঙ্গলবার, ২৭শে ডিসেম্বর, ২০১৬ ইং

মোদির কাছে ভক্তের মুক্তির আবেদন করবেন আফ্রিদি

AmaderBrahmanbaria.COM
ডিসেম্বর ২৩, ২০১৬

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির জার্সি গায়ে দেওয়ার জন্য জেলে যেতে হয়েছে ভারতের পশ্চিম বাংলার আসামের ছেলে রিপনকে। এ খবর জানা মাত্রই ভক্তের পাশে দাড়াচ্ছেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার।

তিনি জানালেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির কাছে তিনি রিপনের মুক্তির জন্য আবেদন করবেন।
সম্প্রতি পাকিস্তানি হার্ডহিটার শহীদ আফ্রিদির ভক্ত বলেই তার জার্সি গায়ে দিয়ে বিপাকে পড়েন পশ্চিম বাংলার আসামের ছেলে রিপন। এই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় তরুণ সংগঠন। পরবর্তীতে পুলিশ আটক করে রিপনকে।

এমন ঘটনায় দুঃখপ্রকাশ করে পাকিস্তানের একটি দৈনিকে আফ্রিদি বলেন, ‘এটি লজ্জাজনক একটি ঘটনা। প্রমাণ করল, ক্রিকেট খেলার মধ্যেও রাজনীতি জড়িয়ে আছে।’

Loading...

তিনি আরও বলেন, ‘‘এগুলোকে বড় করে দেখানোও নিন্দাজনক। কারণ পাকিস্তানে যদি ভারত ক্রিকেট দলের সমর্থক থাকে, তাহলে ভারতেও পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক থাকবে। এটার সঙ্গে রাজনীতি মেশাবেন না। দুই দেশেই ক্রিকেট সমর্থকদের ‘ক্রিকেট প্রেমী’ হিসেবে দেখা উচিৎ।’’

More from my site

  • ফাঁসির আগে স্ত্রীকে লেখা কাদের মোল্লার শেষ চিঠি
  • ‘মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম’‘মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম’
  • প্রাণীদের মধ্যে উন্নতমানের ঘুম মানুষের
  • কাহানি’র সিক্যুয়েলে বিদ্যার সাথে অর্জুন
  • ‘আমি মোটেও রেগে নেই’‘আমি মোটেও রেগে নেই’
  • আপেলে কামড় দিয়ে রক্ত বের হলে অজু ভাঙ্গবে কি?আপেলে কামড় দিয়ে রক্ত বের হলে অজু ভাঙ্গবে কি?