শুক্রবার, ২০শে জানুয়ারি, ২০১৭ ইং ৭ই মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

তিনবার শক্তিশালী ভূমিকম্প কাঁপল ইতালি

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ১৯, ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : এক ঘণ্টার মধ্যে পরপর তিনবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইতালিতে। স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এর পর আরো দুটি কম্পন অনুভূত হয়েছে দেশটিতে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। দেশটির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনি বলেছেন, ইতালির মধ্যাঞ্চলে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটের দিকে মধ্যাঞ্চলের আমাট্রিসে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এর ঠিক ৫০ মিনিট পর আবারো ভূকম্পনে কেঁপে উঠেছে ইতালি। মধ্যাঞ্চলের এ ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির রাজধানী রোমেও। জার্মানির ভূমিকম্প গবেষণা কেন্দ্র বলছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২৫মিনিটে ইতালির আমাট্রিসের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এর ৫০মিনিট পরে একই মাত্রার ভূকম্পনে আবারো কেঁপে উঠে আমাট্রিস। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ইতালিতে আঘাত হানা শক্তিশালী তিন ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে ৫.৩, ৫.৭ ও ৫.৩। এক ঘণ্টার মধ্যে তিনটি কম্পন অনুভূত হয়।

দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, বুধবার ইতালির জন্য একটি ‘কঠিন দিন’ ছিল। গত কয়েকদিনের তুষারপাতে ইতালির মধ্যাঞ্চল তিন ফুট তুষারে ঢাকা পড়েছে। কিছু কিছু এলাকা বিদ্যুৎবিহীন পড়েছে। এছাড়া এসব এলাকায় জরুরি সেবাও পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত বছর একই এলাকায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।