সোমবার, ২৬শে মার্চ, ২০১৮ ইং ১২ই চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের ৪৩ তম ক্ষুদ্র ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া )প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১০টায় বাঞ্ছারামপুরে দূর্গারামপুর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশনের ৪৩তম সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। প্রধান অতিথি ঋণ গ্রহিতাদের উদ্দেশ্যে বলেন, এই সুদমুক্ত ঋণ যেন কোন ভাবেই মাদকের ও সুদের কাজে ব্যবহৃত না হয়। উপস্থিত ঋন গ্রহিতাদের নিজ নিজ সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
গতকাল ৫ শত ৬৪ জন দরিদ্র নারিদের মাঝে ৫৩ লক্ষ টাকা ঋণ বিতরন করা হয়। এর মধ্যে ৪২৮ জন পুরাতন সদস্যদেরকে জন প্রতি ১০ হাজার টাকা করে এবং নতুন ১৩৬ জনকে ৭ হাজার ৫শত টাকা করে সুদ মুক্ত ঋণ দেওয়া হয়। এ নিয়ে বসুন্ধরা ফাইন্ডেশন বাঞ্ছারামপুর উপজেলার ১৪ হাজার ১শত ৯৫ জন দরিদ্র ও হতদরিদ্র সুবিধিা বঞ্চিত লোকদের আর্থিক ভাবে সাববলম্বী এবং অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে বলে জানান ফাউন্ডেশনের ইনচার্জ মোঃ মোশারফ হোসেন। ঋণ বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপ মহাব্যবস্থাপক মাইমুন কবির, অগ্রনী ব্যংক বাঞ্ছারামপুর শাখার ম্যানেজার খোকন চন্দ্র কর্মকার, বসুন্ধরা গ্রুপের তত্ব্যাবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, বসুন্ধরা কর্মকর্তা আনোয়ার হোসেন এবং সোবানিয়া ইসলামীয়া আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন আব্দুল্লাহ।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিননেতা গ্রেফতার

গণহত্যা দিবসে নাসিরনগরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন

বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে অন্যায় দূর্নীতি ও সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার আহবান – বি.এম ফরহাদ হোসেন সংগ্রামের

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রথম প্রহরেই শ্রদ্ধা নিবেদন 

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

আখাউড়ার সাবেক অধ্যক্ষ আব্দুল গাফফার খান আর নেই