g বাঞ্ছারামপুরের ফরদাবাদে গাড়িসহ আন্তজেলা জুয়ারি নজু আটক | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৭শে অক্টোবর, ২০১৭ ইং ১২ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের ফরদাবাদে গাড়িসহ আন্তজেলা জুয়ারি নজু আটক

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ১২, ২০১৭

---

ফয়সল অাহমেদ খান,বাঞ্ছারামপুর থেকে : ব্রাহ্মণবাড়ীর বাঞ্ছারামপুর উপজেলাধীন ফরদাবাবাদ হতে অাজ রোববার সন্ধ্যায় থানা পুলিশ কু-খ্যাত নজু জুয়ারি কে অাটক করেছে। এলাকাবাসীর বহুদিনের অভিযোগে, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেবের নেতৃত্বাধীন থানার এসআই শাহ আলম, এসআই সঞ্জিত কুমার ও এএসআই শিমুলের নেতৃত্বে একদল পুলিশ আজ (রোববার) সন্ধ্যায় ঝুনারচর এলাকায় জুয়ার আসরে অভিযান চালালে পালানোর সময় ফরদাবাদ কলেজ মোড় থেকে গাড়িসহ আন্তজেলা জুয়ারি নজরুল ইসলাম নজুকে আটককরেছে পুলিশ। পুলিশের অভিযানে সেই আলোচিত ওয়াই ব্রিজ এলাকার জুয়া ও মাদকের আসর থেকে পালালো জুয়ারিরা। তবে রক্ষা হয়নি কুমিল্লার মুরাদনগর উপজেলার আড়ালিয়া গ্রামের তারা মিয়ার ছেলে নজরুল ইসলাম ওরফে জুয়ারি নজু প্রাইভেটকার সহ বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। আজ রোববার বিকেলে উপজেলার ফরদাবাদ কলেজ সংলগ্ন এলাকা থেকে পালিয়ে যাওয়ার পথে নজুকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া-ঝুনারচর গ্রাম সংলগ্ন ওয়াই ব্রিজের পূর্ব পাশে তিতাশ নদীতে ট্রলারে গত এক বছর ধরে আন্তজেলা জুয়ারিদের বিশাল জুয়া ও মাদকের আসর চলে আসছে।

এই অবৈধ আসরের নেতৃত্ব দিচ্ছেন বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া গ্রামের আপেল নেতার বোন জামাই মিরপুর গ্রামের জুয়ারি নয়ন মিয়া, চরলহনিয়া গ্রামের আপেল মাহমুদ, কামরুল হাসান, এমরান, আনোয়ার, সাত্তার প্রমুখ। বাঞ্ছারামপুর থানা পুলিশ ও কতিপয় নেতাদের নামে আয়োজনকারী চক্রটি প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকা হারে মাসে ৬ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপু মডেল থানার অফিসার ইনচার্জ অংশু কুমার দেব থানার এসআই শাহ আলম, এসআই সঞ্জিত কুমার ও এএসআই শিমুলের নেতৃত্বে একদল পুলিশ আজ বিকেলে ঝুনারচর এলাকায় জুয়ার আসরে অভিযান চালানোর সময় জুয়ারিরা পালানো সময় একটি প্রাইভেট কার সহ জুয়ারি নজরুল ইসলামকে আটক করে পুলিশ। এই জুয়ার আসরকে কেন্দ্র করে বাঞ্ছারামপুর, হোমনা, মুরাদনগর, তিতাস, দেবিদ্বার, নবীনগর উপজেলার জুয়ারি মাদক ব্যবসায়ি সহ অপরাধীদের মিলনস্থলে পরিণত হয়েছিল। পুলিশ বিভিন্ন সময় অভিযান চালালেও অদৃশ্য খুটির জোরে এই জুয়ার আসর চলে আসছে। এলাকাবাসী এই জুয়া বন্ধে দাবি জানিয়ে আসছিল। আজ পুলিশের এই অভিযানে এক জুয়ারি গ্রেফতার হওয়ার খবর ছরিয়ে পরলে এলাকাবাসী পুলিশকে ধন্যবাদ জানায়।

এ জাতীয় আরও খবর