g বাঞ্ছারামপুর ফেরি ঘাটের রাস্তাটি সড়ক নয় যেন মরণ ! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১২ই অক্টোবর, ২০১৭ ইং ২৭শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর ফেরি ঘাটের রাস্তাটি সড়ক নয় যেন মরণ !

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ৪, ২০১৭

---

ফয়সল আহমেদ,বাঞ্ছারামপুর থেকে : বাঞ্ছারামপুর থেকে সড়ক পথে ঢাকা হতে নরসিংদীর মাধবদী বাজার হয়ে  বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর-বাহেরচর এলাকার কড়িকান্দি ফেরী ঘাটটি বর্তমান বেহাল দশায় পরিণত হয়েছে। কিন্তু সম্প্রতি কড়িকান্দি ফেরীঘাটে (আইয়ূবপুর ইউপি) জেটি থেকে মূল সড়কে একটু বৃষ্টি হলেই বেহাল অবস্থার সৃষ্টি হয়। কড়িকান্দি ফেরীতে সম্প্রতি যানবাহন পারাপারের পরিমান প্রায় ৭ থেকে ৮ গুন বেশী বৃদ্ধি হয়েছে। কয়েকদিন আগে আইয়ূবপুরের একটি পণ্যবাহী ট্রাক বেইলী সেতু পারাপারের সময় সেতুসহ ট্রাকটি ভেঙ্গে খাদে পড়ে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায়।কড়িকান্দি-আড়াইহাজার ফেরীর এপ্রোচ রাস্তাটি -দিনে দিনে ঝুকিঁপূর্ণ হয়ে উঠেছে।প্রায় ফেরীতে পরিবহন উঠতে-নামতে গাড়ীসমূহের নানা প্রকার  দূর্ঘটনার আশংকা বৃদ্ধি পেয়েছে।এই বিষয়ে এলজিইডি ও সড়ক ও জনপথ দু পক্ষে চলছে টাগ অব ওয়্যার।একে অপরকে দায়ী করছে সড়ক ও ফেরীর এপ্রোচরোড সংস্কার নিয়ে।বাঞ্ছারামপুর স্থানীয় প্রকৌশল অধিদপ্তর উপজেলা সূত্রে জানা গেছে, এটি মেরামত ও সংস্কারের দায়-দায়িত্ব সর্ম্পণ সড়ক ও জনপথ বিভাগের।অন্যদিকে,সড়ক ও জনপথ বিভাগের বাঞ্ছারামপুর উপজেলায় স্থাপিত উপ-বিভাগীয় প্রকৌ.কার্য্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌ.আবু তাহের বিরুদ্ধে উঠেছে  নানা অভিযোগ। মাসে ৩ থেকে ৪ বার তিনি বাঞ্ছারামপুরে অফিস করতে আসেন,কেবল হাজিরা খাতায় স্বাক্ষর করার জন্য।

এ জাতীয় আরও খবর