বুধবার, ১০ই মে, ২০১৭ ইং ২৭শে বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

বজ্রপাতে সারাদেশে ৫ কৃষকের মৃত্যু

AmaderBrahmanbaria.COM
মে ৫, ২০১৭
news-image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, বরিশালের হিজলা, নড়াইলের কালিয়া ও যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দেশের এসব স্থানগুলোতে এ ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। গোপালগঞ্জ স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বজ্রপাতে মো. লুৎফর রহমান শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের শালুখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান বাগেরহাট জেলার মংলা উপজেলার সাবেরমেদ গ্রামের রোকা শেখের ছেলে। এদিকে বরিশালের হিজলা উপজেলায় বজ্রপাতে তারেক সরদার (১৭) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ওই উপজেলার চরকিল্লা পূর্বের চর গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত তারেক স্থানীয় রহমত সরদারের ছেলে। উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান সরদার জানান, সকালে মাঠে সয়াবিন তুলছিলো তারেক। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় সে। হিজলা থানার এসআই মহিউদ্দিন আহম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী বিলে বজ্রপাতে মধু গাজী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু সাতক্ষীরার দেবহাটা থানার চিনিডাঙ্গা গ্রামের কাশেম গাজী ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ধানকাটার জন্য বিলে যান মধু। এ সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। এদিকে যশোরের ঝিকরগাছা উপজেলায় গরুর গাড়ির ওপর বজ্রপাতে গাড়োয়ানের মৃত্যু হয়েছে। মারা গেছে গাড়িটানা দুটি বলদও। নিহত ইউনুস আলী (৪৭) উপজেলার হাজিরবাগ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। একই উপজেলার বায়সা গ্রামের তাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (১৬) বজ্রপাতে নিহত হয়েছেন। জসিম বাড়ি থেকে শসা আনতে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।