g ব্রাহ্মণবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য সড়ক দূর্ঘটনায় নিহত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ২১শে অক্টোবর, ২০১৭ ইং ৬ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য সড়ক দূর্ঘটনায় নিহত

AmaderBrahmanbaria.COM
মে ১৫, ২০১৭

---

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য (ডিজিএফআই) নিহত হয়েছেন। নিহতের নাম তুহিনুজ্জামান (২৮)। তার বাড়ি সাতক্ষীরা জেলায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত তুহিনুজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিলেন। তবে প্রেষনে ডিজিএফআই-এসিলেটের কর্মরত অবস্থায় আজ সোমবার বিকেলে মোটর সাইকেল যোগে সিলেট থেকে ঢাকা যাবার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাঁটিহাতা নামক স্থানে দূর্ঘটনায় পতিত হন। দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় প্রেরণ করলে নরসিংদীতে তার মৃত্যু হয়। সন্ধ্যায় নিহতের লাশ নিতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার নরসিংদীতে পৌছে। হাইওয়ে বিশ্ব রোড ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল (খুলনা মেট্রো-ল-১১-৫৮৩১) তাদের হেফাজতে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর