শুক্রবার, ২৬শে মে, ২০১৭ ইং ১২ই জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

ডাঃ জাকির নায়েকের সৌদির নাগরিকত্ব পাওয়ার খবর ভুয়া

AmaderBrahmanbaria.COM
মে ২১, ২০১৭

---

 

আন্তর্জাতিক ডেস্ক :ইসলামিক বক্তা জাকির নায়েক সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন বলে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেছেন তিনি।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করেন সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে ভারতে গ্রেফতারি পরোয়ানা থাকা এই ধর্মপ্রচারক।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য কুয়েন্টে’র খবরে বলা হয়, এক বিবৃতিতে জাকির নায়েক সৌদির নাগরিকত্ব পাওয়ার খবর অস্বীকার করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আল্লাহ চাহে তো এই খবর মিথ্যা। বাস্তবিকপক্ষে এটা গুজবমূলক খবর।’
এর আগে লন্ডনভিত্তিক মিডল ইস্ট মনিটর এবং ভারতীয় গণমাধ্যম দ্য সিয়াসাত ডটকমের খবরে বলা হয়, জাকির নায়েককে ইন্টারপোল যাতে গ্রেফতার করতে না পারে সেজন্য সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ তার নাগরিকত্ব অনুমোদন করেছেন।

গত বছর জুলাই মাসে ঢাকার গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে অন্তত দুইজন জাকির নায়েকের মতো ইসলামী বক্তাদের অনুসরণ করতেন বলে অভিযোগ উঠে।

উগ্রবাদী বক্তব্য প্রচারসহ মুদ্রা পাচারের অভিযোগে ওই সময় তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারত সরকার। সে সময় সৌদি আরবে থাকা জাকির নায়েক আর ভারতে ফেরেননি।

এ জাতীয় আরও খবর