সোমবার, ১৯শে জুন, ২০১৭ ইং ৫ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ: সাঙ্গা

AmaderBrahmanbaria.COM
জুন ১৬, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে শেষ হয়েছে বাংলাদেশের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। তবে হারলেও বাংলাদেশ মাথা উঁচু করেই দেশে ফেরার সক্ষমতা রাখে বলে মনে করছেন শ্রীলঙ্কান কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত কলামে সম্প্রতি সাঙ্গাকারা বলেন, ‘এই ম্যাচে বাংলাদেশ সব বিভাগে পরাজিত হয়েছিল। তবে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজকে সামনে রেখে মাথা উঁচু করেই ঢাকা ফিরে যেতে পারে।’

সাঙ্গাকারা বলেন, ‘গত কয়েক বছরে চন্ডিকা হাথুরুসিংহের বিচক্ষণ কোচিংয়ের সহায়তা, সহায়ক ক্রিকেট বোর্ড এবং সাকিব আল হাসানের মতো কোয়ালিটিসম্পন্ন খেলোয়াড় দ্বারা বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে।’

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে বাংলাদেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হবে বলে আশা প্রকাশ করে সাঙ্গাকারা বলেন, ‘তারা দুইটি মূল আইসিসি ইভেন্টের নকআউট পর্বে উঠেছে। এখন তারা প্রতিদ্বন্দ্বী হওয়ার সত্যিকার আশা নিয়ে ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিতে পারে। বাংলাদেশ স্থিতিস্থাপকতা এবং শক্তিমত্তা প্রমাণ করেছে।’

সাঙ্গাকারা বলেন, ‘বর্তামান অর্জনের জন্য বাংলাদেশ গর্ববোধ করতে পারে। তবে আগামী বিশ্বকাপের জন্য বাংলাদেশের বোলিংয়ে আরও ভিন্নতা এবং একাগ্রতা তৈরি করতে হবে।’