সোমবার, ১৯শে জুন, ২০১৭ ইং ৫ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

বন্ধের কয়েক ঘণ্টার মধ্যেই চালু আল-জাজিরা’র টুইটার অ্যাকাউন্ট

AmaderBrahmanbaria.COM
জুন ১৭, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার মূল টুইটার অ্যাকউন্টটি আবারো চালু হয়েছে। আজ সকালেই টেলিভিশন চ্যানেলটির ডিরেক্টর-জেনারেল ইয়াসিন আবু হিলালা এটি বন্ধের ঘোষণা দিয়েছিলেন।

@AJArabic হলো আল-জাজিরার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। আজ সকালেই এটাকে বন্ধ করা হয়েছে বলে এক ঘোষণায় জানান হিলালা। এই অ্যাকাউন্টে যান্ত্রিক ত্রুটি সৃষ্টির জন্য বহুবার সাইবার আক্রমণ করা হয়েছে বলেও জানান তিনি।

তবে বিকল্প অ্যাকাউন্টের মাধ্যমে আপাতত কাজ চালিয়ে নেওয়ার কথা বলেছিলেন।

সোশাল মিডিয়া সংক্রান্ত এক পরিসংখ্যানে বলা হয়, আল-জাজিরার টুইটার অ্যাকাউন্টটি কাতারে সবচেয়ে জনপ্রিয়। এতে ফলোয়ারের সংখ্যা ১১.৮ মিলিয়ন।

এই টেলিভিশন সংবাদ চ্যানেলটি ব্যাপকভাবে সাইবার হামলার শিকার হয়। আল-জাজিরার গোটা সিস্টেমটিই যেন হ্যাকারদের আক্রমণের মূল লক্ষ্য হয়ে উঠেছে। টুইটার ব্যবহারকারীরা অবশ্য এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। সূত্র : পেনিনসুলা কাতার

এ জাতীয় আরও খবর